মানুষের গলার স্বরযন্ত্রে দুইটি পর্দা আছে এদেরকে স্বরতন্ত্রী বলে। এই স্বরতন্ত্রীর কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। বয়স্ক পুরুষদের স্বরতন্ত্রী বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে পরে। কিন্তু শিশু বা নারীদের স্বরতন্ত্রী দৃঢ় থাকে না ফলে বয়স্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারী বা শিশুদের স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের গলার স্বর মোটা কিন্তু শিশু বা নারীদের কন্ঠস্বর তীক্ষ্ণ। **তথ্যসুত্রঃ নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই. অধ্যায়ঃসপ্তম.পৃষ্ঠা নং ১২২।