সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তিনটি যথাঃ১.প্রাবল্য বা তীব্রতা।২.তীক্ষ্নতা বা পিচ এবং ৩.টিম্বার বা গুণ বা জাতি। ব্যাখা: ১.একটি সুরেলা শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাপ হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। ২.সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রাকার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ন শোনা যায় তাকে তীক্ষ্নতা বা পিচ বলে। ৩.ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে টিম্বার বা গুণ বা জাতি।