277 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 2
শুধু বন্ধ প্রশ্নে না। খোলা প্রশ্নেও কেউ উত্তর দেয় না।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 7
 
সর্বোত্তম উত্তর
ভাই আপনি প্রশ্নই করেছেন মাত্র দুইটা । একটা হলো জেএসসি রুটিন জানার জন্য আরেকটি হলো নিরবিক.কম এর যেকোনো আইডি কিভাবে হ্যাক করবেন । এটা কোনো প্রশ্ন হতে পারে না । এই ধরনের প্রশ্নের উত্তর আপনাকে কেউ দিবে না । আর আগের প্রশ্নের উত্তর হয়ত কারো জানা নেই । তাই আপনি উত্তর পাচ্ছেন না । তবে আমি আপনার আগের প্রশ্নের উত্তর খুঁজছি, খুঁজে পেলে আপনাকে জানিয়ে দিব ।
করেছেন Level 2
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...