মোবাইলের ব্যবহারে টেলিফোনের চাহিদা কমে গেলেও এর গুরুত্ব অনেক। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭০ সালে টেলিফোন আবিষ্কার করেন। এটি আবিষ্কারের পেছনে ছিলেন অ্যান্টনি মিউকি, ফিলিপ রিস, ইলিশা গ্রে এবং আলেকজান্ডার গ্রাহাম বেল। কিন্তু ১০ মার্চ ১৮৭৬ সালে সফলভাবে টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আর টেলিফোনের ব্যবহারে প্রথম বাক্য ছিল ‘এখানে আসো, তোমাকে আমার প্রয়োজন’।