189 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
গলায় আটকা মাছের কাঁটা এক দলা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায়। এ জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে গিলে ফেলতে হবে। এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে। মনে রাখবেন, শুধু ভাত গিলে খেলেই কিন্তু কাঁটা নামবে। অথবা গলায় মাছের কাঁটা আটকে গেলে পানি পান করুন। পারলে হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ ও লেবুর রস মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়। যদি আশেপাশে ভাতের ব্যবস্থা না থাকে তাহলে দেরি না করে পারলে চটজলদি একটি কলা খান। কলা খেতে খেতে কখন যে কাঁটা নেমে যাবে তা আপনি টেরও পাবেন না। গলায় আটকা কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোমল পানীয়। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায়। এ ছাড়া শুকনো মুড়ি খেলেও এর কার্যকরী সমাধান পাওয়া যায়। উপরে বর্ণিত পদ্ধতিগুলি সবসময় কাজ নাও করতে পারে। তবে ভয় নেই। যে কাঁটা সরে যাবার সেটা এমনিতেই ঢোক গেলার এক পর্যায়ে গলা থেকে সরে যাবে। এরপরেও যদি গলায় কাঁটা থেকে যায় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা একটা চিমটা দিয়ে বিনা কাটা ছেড়া বা বিনা রক্তপাতে গলার ভেতর থেকে কাঁটা তুলে নিয়ে আসতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
1 উত্তর
10 জানুয়ারি 2019 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shinchan Level 6
2 টি উত্তর
09 সেপ্টেম্বর 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abinashray Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...