যুদ্ধকালীন ব্যবহারের জন্য গুপ্তসংকেত সংবলিত হচ্ছে সমরপুস্তক।। সমরপুস্তকের জন্য একটা কমিটি গঠন করা হয়।।যুদ্ধকালীন সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ কী দায়িত্ব ও কর্তব্য পালন করবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করবে এ কমিটি। যুদ্ধকালীন কোনো সংস্থা বা কোনো ব্যক্তি (যুদ্ধে নিয়োজিত) কী ধরনের পদক্ষেপ কী সংকেত দ্বারা গ্রহণ করবে সেটি এ পুস্তকে লিপিবদ্ধ রাখা হয়।