অ্যাপেনডিসাইটিস হলো এমন একটা রোগ যা হলে আপনার পেটের ডান সাইটে নিয়মিত ব্যাথা করবে । এটি হওয়ার কারন হলো আপনার পেটে ডান পাশে অর্থাৎ অ্যাপেনডিসাইট অংশে কিছু খাবার জমে যায় । যা সেখান থেকে বের হতে পারে না । দীর্ঘদিন থাকার ফলে সেটা পচে যায় । যার ফলে অ্যাপেনডিসাইটিস হয় । এটি হলে অপেরেশন করে বের করতে হয়।