কনডম যদি এই নিয়তে ব্যবহার করা হয় যে, এতে পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে বা খাদ্য-বাসস্থান ইত্যাদির সংকট হবে না তবে তা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। কেননা এগুলো সব ঈমান বিধ্বংসী আকীদাহ।
আর যদি স্ত্রী বা সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে অভিজ্ঞ দ্বীনদার ডাক্তারের পরামর্শে কনডম ব্যবহার করা হয় তবে তা জায়েয। আর যদি এমনিতেই (উপরোক্ত আকীদার কারনে নয়) পরিবার ছোট রাখার উদ্দেশ্যে বা ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে কনডম ব্যবহার করা হয় তাহলে তা স্ত্রীর অনুমতি সাপেক্ষে জায়েয তবে তা অনুত্তম।
-সূরা ইসরা,আয়াত ৩১;
সহীহুল বুখারী, হাদীস নং ২৫৪২;
সহীহু মুসলিম, হাদীস নং ৩৬২৯;
জাওয়াহিরুল ফিকহ ৭/৮০-৯২