জমির পর্চা বা খতিয়ান ৩ভাবে তোলা যায়~ ১। জেলা ই-সেবাকেন্দ্রের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস গ্রহন করা যায়। ২। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে নাগরিকগন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ছাড়াও জেলা প্রশাসন নির্ধারিত প্রসেসিং ফি দিতে হবে। ৩। জেলা ওয়েব পোর্টালে নির্ধারিত আবেদন ফরমে ফিল আপ করে ব্যক্তি নিজেই জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন। জেলা ওয়েব পোর্টাল পাবার জন্য আপনাকে www.districtname.gov.bd এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। সেখানে জমির খতিয়ানের জন্য আবেদন বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ফর্মটি পাওয়া যাবে। আবেদনটি ২ ভাবে করা যায়. ১. জরুরী ডেলিভারী~ এতে সময় লাগে ৩দিন। আর ২. সাধারন ডেলিভারী~ এতে সময় লাগে ৭-১০দিন। সংশ্লিষ্ট খরচ ১. জরুরী ডেলিভারী তে কোর্ট ফি ২০টাকা এবং ডেলিভারী ফি ২টাকা। ২. সাধারন ডেলিভারী তে কোর্ট ফি ১০টাকা এবং ডেলিভারী ফি ২টাকা। সুত্র:ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় অনলাইনে জমির খতিয়ান বা পর্চা তোলার প্রক্রিয়া।