আপনি যদি এজেন্ট ব্যক্তির কথা বলেন তাহলে এজেন্ট নাম্বার থেকে টাকা পাঠালে বা লেনদেন করলে কোম্পানি গ্রাহকের কাছ থেকে প্রতি ১০০ টাকায় ১.৮ টাকা এভাবে প্রতি ১০০০ টাকায় ১৮ টাকা কমিশন পায়। কোম্পানি এজেন্টকে সেই টাকার ৩০% লাভ দেয় অর্থাৎ ১০০০ টাকা পাঠালে বা লেনদেন করলে এজেন্টের লাভ ১৮ টাকার ৩০% যা হয় ৫.৪ টাকা। আর আপনি যদি গ্রাহকের লাভের কথা বলেন তাহলে গ্রাহকের কোনো লাভ নেই তবে কিছু সুবিধা আছে এগুলো হলোঃ কম খরচে খুব দ্রুত টাকা পাঠানো যায়। টাকা পাঠাতে যার কাছে পাঠাবেন তার কাছে না গিয়ে নিকটস্থ এজেন্টের কাছ থেকে খুব দ্রুত টাকা পাঠানো যায়, এতে ঝামেলা কম। কম সময়ে টাকা অনেক পাঠানো যায়।