না। কারণ বর্তমান রাজনীতিতে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তার সুবিধা ভোগ করে ওপর মহলের নেতারা। সেই সব নেতা নিজের দলের সার্থে তরুণ ছাত্রদের যে কোনো কাজে ব্যবহার করে। যদিও 1952 ও 1971 সালে দুটি বড় সফল আন্দোলন সম্ভব হয়েছিল ছাত্রদের জন্যই। কিন্তু সেটা ছিলো ছাত্র আন্দোলন। কোন এক ছাত্র আন্দোলন ই পারে দেশকে সঠিক পথ দেখাতে। আর ছাত্র রাজনীতি পারে একটা যুবসমাজ কে ধ্বংস করতে।