কঙ্গো: দুনিয়ার সবচেয়ে দরিদ্র দেশ। দেশের ২০ শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যান। ৪০ শতাংশ মানুষ আধপেটা খেয়ে বাঁচেন। দরিদ্রতার সব মাপকাঠিতেই এই দেশ সবার প্রথমে থাকে। গৃহযুদ্ধে একেবারে জরাজীর্ণ হাল। সরকার উদাসীন। কর্মসংস্থান বলতে কিছু নেই। প্রতিদিন মানুষ মারা যায় অনাহারে। কঙ্গোর রাস্তায় রাস্তায় মানুষ খিদের জ্বালায় ছোটাছুটি করে।