আপনার সব বিষয়ের পয়েন্ট একত্রে যোগ করে, তারপর ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত মোট পয়েন্ট থেকে ২ বাদ দিয়ে বাকি পয়েন্ট মোট পয়েন্টের সাথে যোগ করতে হবে। ঐ টোটাল পয়েন্ট কে ঐচ্ছিক বিষয়ের সংখ্যা ছাড়া অন্য সাবজেক্ট গুলোর সংখ্যা দিয়ে ভাগ করলেই আপনার GPA পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ, আপনার মোট বিষয় ১০ টি হলে, গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে মোট পয়েন্ট কে ৯ দ্বারা ভাগ করতে হবে।আশা করি বুঝতে পেরেছেন।