ফেসবুকের ফটো ভেরিফিকেশনের জন্য আপনাকে কিছু টিপস দিচ্ছি।প্রথমত এক্ষেত্রে আপনার দুইটা মোবাইল লাগবে এবং আরেকটি বাড়তি ফেসবুক একাউন্ট থাকতে হবে।এই বার যে একাউন্টে ভেরিফিকেশন চাচ্ছে সে একাউন্ট একটি মোবাইলে লগ ইন করুন,এইবার আরেকটি মোবাইলে অন্য একটি ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন।এইবার ফটো ভেরিফিকেশনের যাদের নাম আসতেছে,তাদের সবার নাম ওই মোবাইলে লগইন করা ফেসবুক একাউন্টে সার্চ দিন,একটু খুজলেই আপনি পেয়ে যাবেন যে ফোটো টা কার।এইভাবে সঠিক সবগুলো ফটো ভেরিফিকেশন সাবমিট করুন।একাউন্ট আনলক হয়ে যাবে।