351 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 6

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8

শুধু বিয়ে না; বরং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপই ভাগ্যে লেখা আছে। কিন্তু এটার অর্থ এ নয় যে, ভাগ্যে লেখা বলেই সে এটা করতে বাধ্য! বরং সে করবে বলেই ভাগ্যে লেখা হয়েছে। ভাগ্য লিখেছেন আল্লাহ তাআলা। আর তিনি মানুষকে সৃষ্টির আগেই সে কখন কী করবে, জেনে গেছেন। তাই তাঁর জানা অনুযায়ী ভাগ্য লিখেছেন। আর আল্লাহর জানা ভুল হয় না, তিনি সর্বজ্ঞ। তাই মানুষকে সৃষ্টির আগেই আল্লাহ যা জেনেছেন, তা লিখে দিয়েছেন। আর সে অনুযায়ীই সবকিছু হচ্ছে। তবে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে ভালো ও মন্দ দুইটি রাস্তা দেখিয়েছেন এবং সাথে সাথে কোনটার কী প্রতিদান- তাও বলে দিয়েছেন। এছাড়া তিনি মানুষকে চেষ্টা করতে, আমল করতে বলেছেন। আর চেষ্টার দ্বারা অনেককিছুই হয়ে থাকে। কেননা, আল্লাহ মানুষের চেষ্টাকে বিফল করেন না। সর্বোপরি আমাদের কাজ করে যেতে হবে। বিয়ে সহ অন্যান্য সব বিষয়েও চেষ্টার বিকল্প নেই। তবে আমাদের চেষ্টার পরও যদি কাঙ্খিত জায়গায় বিয়ে না হয় "তাহলে বুঝতে হবে, এটা তাকদির বা ভাগ্যে ছিল না...

করেছেন Level 7
আপনার উত্তরটা পড়ে খুব ভালো লাগল

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
09 এপ্রিল 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nazmul hasan Level 7
1 উত্তর
11 ডিসেম্বর 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন AJ Islam Level 3
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...