বর্তমানে জিপি দেশের এক নং নেটওয়ার্ক । এর নেটওয়ার্ক ভালো তাই নেট স্পিড ফাটাফাটি কিন্তু প্রবলেম একটাই কথা বলার জন্য অফার কম দেয় টাকা চার্জ বেশি হয় । রবি দেশের ২ নং শক্তিশালী নেটওয়ার্ক এর ৪.৫ জি নেট স্পিড এবং কলরেট খুব কম তাই কথা বলার দিক থেকে ভালো । কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এর নেটওয়ার্ক টাওয়ার না থাকায় নেটওয়ার্ক জঘন্য । এরপর আসে বাংলালিংকের কথা পূর্বের দুটি সিমে ফ্রি বেসিকস চলে কিন্তু এই সিমটিতে নয় তবে এই সিমে ফ্রি ফেসবুক চালানো যায় । এর গিগাবাইট ও কলরেট একদমই কম বা সহনীয় এছাড়াও তো ফ্রি অফার আছেই । এদিক থেকে বাংলালিংক ভালো ।