তাফসীর একবচন, বহু বচনে তাফাসীর। এর অর্থ ব্যাখ্যা, বিশ্লেষণ বা ভাষ্য।
ইসলামে তাফসীর শব্দটি এক বিশেষ পরিভাষা হিসাবে ব্যবহ্রত হয়ে আসছে।
তাফসীর শব্দটি দ্বারা কুরআন মজীদের ব্যাখ্যা বিশ্লেষণকে বুঝায়।
সাধারণ অর্থে কোন কথা বা বাক্যকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করাকে তাফসীর বলে।
তবে কুরআন মজীদের ব্যাখ্যা -বিশ্লেষণ অন্যান্য শাস্ত্রের ব্যাখ্যা-বিশ্লেষণ থেকে ভিন্ন প্রকৃতির।
এর ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য রাসূলুল্লাহ্ (সাঃ)-এর হাদীসসমূহ এবং সাহাবায়ে কিরাম (রাঃ)-এর ব্যাখ্যা ও বর্ণনাই গ্রহনীয়।
"তাফসীর এমন এক বিদ্যা যার সাহায্যে কুরআন মজীদের আয়াতের উদ্দেশ্য ও অর্থ জানা যায় এবং এতে বর্ণিত নির্দেশাবলী, মাসআলা-মাসাইল, রহস্য ও হিকমত সম্পর্কে আলোচনা করা হয়।"
-ইমাম যারকাশী (রাঃ) (গ্রন্থঃ বুরহান, লেখক-ইমাম যারকাশী (রাঃ))
"তাফসীর এমন এক বিদ্যা যার মধ্যে কুরআনের শব্দাবলীর গঠন পদ্ধতি, এর প্রকৃত অর্থ ও নির্দেশাবলী, শব্দ ও বাক্য বিন্যাস এবং এর মর্মার্থ সম্পর্কে আলোচনা করা হয়।"
-আবূ হাইয়্যান (গ্রন্থঃ ইতকান)
সূত্রঃ
তাফসীরে মাযহারী, ১ খন্ড (জুন-১৯৯৭), ভূমিকা,
লেখকঃ কাযী মুহাম্মদ ছানাউল্লাহ পানীপথী (রাঃ)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।