188 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
কোটা সংস্কারের পক্ষে আমি । কারণ একটি চাকরির পরিক্ষায় যদি 56 শতাংশ কোটার ভিত্তিতে নেয়া হয় তাহলে আমাদের মতো সর্বসাধারণ কি করব ?? ধরুন আপনি একটি চাকরির পরিক্ষা দিতে গিয়েছেন এখন আপনি মেধাতালিকার প্রথম দশে আছেন । প্রতিষ্ঠান টিতে 10 জনকে নিবেন । এক্ষেত্রে আপনার চাকরি পাওয়া সুনিশ্চিত তাই না । কিন্তু মেধাতালিকার বাইরে একজন এসে চাকরি পেয়ে গেলো এই কোটার জন্য । সেও আপনার মতো একজন রক্ত মাংসে গড়া মানুষ একি ভাবে পড়ালেখা করে এসেছে । আপনার মতোই সে । উল্টো আপনার মেধা তার থেকে ভালো। তাহলে আপনি কি এই বৈষম্য মানবেন ? একি মতো দুটো মানুষ কিন্তু কোটার ভিত্তিতে অন্যজন চাকরি পেলো এটা স্বাধীন বাংলার কথা না । তাই সংস্কার প্রয়োজন ।

আর সুবিধা বঞ্চিত বা প্রতিবন্ধি , নৃগোষ্ঠী দের বা 10 শতাংশ কোটায় আনা হলে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথেও একমত ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
16 জুলাই 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...