উত্তরঃ ৩০ খন্ডে লিখিত এই তাফসির গ্রন্থটি একটি দীর্ঘ পান্ডিত্যপূর্ণ কাজ এবং ইসলামের প্রাথমিক যুগে লিখিত তাফসিরগুলোর মধ্যে অন্যতম, পরবর্তী সময়ের অধিকাংশ মুফাসসির এবং আলেমে দ্বীন এই তাফসির গ্রন্থের কথা উল্লেখ করেছেন। ১৯০৩, ১৯১১ এবং ১৯৫৪ সালে মিশরে এই তাফসির মুদ্রিত হয়। এই তাফসির গ্রন্থের কোন ইংরেজি তরজমা পাওয়া যায় না।