আযানের জবাব কিভাবে দিতে হবে :
আযানের বাক্য - - - - - আযানের জবাব
১. আল্লাহু আকবার আল্লাহু আকবার --- আল্লাহু আকবার আল্লাহু আকবার---২ বার
২. আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ---আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ --- ২ বার
৩. আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ---আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ--- ২ বার
৪. হাইয়া ‘আলাছ ছালা-হ --- লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ --- ২ বার
৫. হাইয়া ‘আলাল ফালা-হ --- লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ --- ২ বার
৬. আল্লাহু আকবার আল্লাহু আকবার --- আল্লাহু আকবার আল্লাহু আকবার --- ১ বার
৭. লা ইলা-হা ইল্লাল্লা-হ ---লা ইলা-হা ইল্লাল্লা-হ --- ১ বার
৮. ফজরের আযানের সময় “হাইয়া ‘আলাল ফালা-হ” - এর পরে “আছছালা-তু খায়রুম মিনান নাঊম” --- “আছছালা-তু খায়রুম মিনান নাঊম” --- ২ বার
আযান ও আযানের জবাব শেষে সহীহ দোয়া সমূহঃ
১. আযানের জওয়াব দান শেষে প্রথমে দরূদ পড়বে। অতঃপর আযানের দো‘আ পড়বে।
২. আযানের দোয়াঃ “আল্লাহুম্মা রব্বা হা-যিহিদ দা’ওয়াতিত তা-ম্মাহ ওয়াস্বলা-তির ক্ব-য়িমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফায্বীলাহ, ওয়াব’আছহু মাক্ব-মাম মাহ:মূদানিল্লাযী ওয়া’আত্তাহ।
৩. মুয়াযযিনের আযান শুনার পর বলবেঃ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রযীতু বিল্লা-হি রব্বা ওয়া বিমুহাম্মাদির রসূলা, ওয়া বিল ইসলামি দ্বীনা।