192 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 5

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
নিজেই অশ্লীল পোষাক পড়া শুরু করলেন। স্কট মেকিনটস নামের এক বাবা মেয়ে শর্টস পড়াতে খুব বিরক্ত হয়ে ওঠেন। তাকে বার বার মানা করা স্বত্বেও সে বাবার কথা কানে তোলে না। এতে বাবা স্কট আর কথা না বাড়িয়ে ভিন্ন একটা পথ অবলম্বন করেন। তিনিও মেয়ের মতো শর্টস পরা শুরু করেন। একটি টি-শার্টস পরেন যার বুকে লেখা ‘বেস্ট ড্যাড এভার’। সবই করেন মেয়েকে উচিত শিক্ষা দিতে। প্রথমে মেয়ে টের পাননি।


তারপর পথে ঘাটে বাবার এই অশালীন পোশাকে চলা নিয়ে কথা শুরু হয়, বন্ধুরা ঠাট্টা শুরু করে তখন মেয়ে বুঝতে পেরে বাবাকে বলেন, ‘ড্যাড আমি বুঝতে পেরেছি। এভাবে আমাকে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। দয়া করে এখন কি তুমি তোমার ভোল পাল্টাবে?’ বাবা রাজি তবে শর্ত মেয়ে আর অশ্লীল পোষাক পড়বেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
05 ডিসেম্বর 2018 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shinchan Level 6
1 উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...