চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে।কিন্তু দীর্ঘ ও অনির্দিষ্ট কাল শেষে হিসাব নিকাশ করে ব্যবসায়ের ফলাফল নির্ণয় করা অসম্ভব।এজন্যই ব্যবসায় অনন্তকাল ধরে চলবে ধারণা করা হলেও ব্যবহারিক ক্ষেত্রে এই অনন্ত জীবনকালকে ছোট ছোট সময়কালে বিভক্ত করে প্রত্যেক সময় কালের জন্য লাভ লোকসান ও আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়।তাই এই হিসাবকাল এক বছর , ছয় মাস বা তিন মাস হতে পারে।তবে হিসাবকাল সাধারণত ১২ মাস বা ১ বছর হয়ে থাকে।