ইবাদত অর্থ আনুগত্য করা,দাসত্ব করা।ইসলামী পরিভাষায় আল্লাহ তায়ালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইবাদত বলে।যেমন নামাজ,রোযা,হজ্জ,যাকাত এক একটি ইবাদত।ইসলামের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কোনো কাজ করাই হলো ইবাদত।