আয়োডিনের অভাবে যে যে রোগ হয়-১. স্বাভাবিক বুদ্ধির বিকাশ বাধাগ্রস্থ হয় । ২. মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী হতে পারে । ৩. বিভিন্ন ক্রটি নিয়ে শিশুর জম্ম । ৪.হাবাগোবা, বামনত্ব, বধির, টেরা ইত্যাদি সমস্যায় ভোগা । ৫. গলগন্ড হয় । ৬. গর্ভপাত হয় । ধন্যাবাদ, নির্বিকের সাথেই থাকুন ।