কোনো ধর্মই নির্বিচারে মানুষ হত্যা সমর্থন করে না,সেটা যে ধর্মই হোক।পৃথিবীর সকল ধর্মই ভালো কাজের নির্দেশ দেয়,খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে।কিন্তু আমরা মানুষরা ধর্ম গ্রন্থের বাণীগুলোকে হয় বিকৃত করে ফেলি,আর না হয় সেগুলোকে সঠিকভাবে বুঝতে পারি না।আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ।তারপর না হয় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান।সকলকে ধর্ম দিয়ে বিবেচনা না করে সর্বপ্রথম একজন মানুষ হিসেবে বিবেচনা করলেই আমরা সকল অন্যায় থেকে দূরে থাকতে পারবো।