সমুদ্র,নদী ইত্যাদি জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়।বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় সঞ্চিত হয়ে মাত্রাতিরিক্ত অবস্থায় এ জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে শীতল তুষার কণায় রূপান্তরিত হয়।পরবর্তীতে যা স্ফটিক আকারে একে অপরের সাথে যুক্ত হয়ে উঁচু পর্বতে বাঁধা পেয়ে তুষারপাত ঘটায়।