মানবদেহে 'কেরাটিন' নামে ১টি পদার্থ আছে, যা দিয়ে নখ, চুল গঠিত। এগুলো আমাদের এক বিশেষ উপাদান (Constituent)। চামড়া থেকে এগুলোর উৎপত্তি। কেরটিন হলো ১ প্রকার মৃত প্রোটিন। চামড়ার অভ্যন্তরে এগুলো অবস্থিত। আমরা জানি, অনেক কোষ দিয়ে মানবদেহ গঠিত। চুল, নখ ১ ধরনের কোষ। চামড়ার বাইরে বের হলে এই কোষগুলো দরকারি পুষ্টির অভাবে এক সময় মারা যায়। তাই চুল, নখ এক ধরনের মরা কোষ। আবার এগুলোর নিচের চামড়ায় এক ধরনের নরম সুতা বা আঁশ থাকে। এই আঁশগুলো নখের সাথে আটকে থাকে। এগুলোকে জায়গা মতো ধরে রাখে। অতএব. মৃত বা মরাকোষ দিয়ে তৈরি বলে, এগুলো কাটলে আমাদের ব্যাথা লাগে না।