273 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 2
কিভাবে আমি আমার ফেসবুক একাউন্ট, হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারি বিস্তারিত বলবেন?

1 উত্তর

+1 টি ভোট
করেছেন
 
সর্বোত্তম উত্তর
সালাম
ফেসবুক হচ্ছে বিশ্বের সব চাইতে বড় সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন সাইট । এটি প্রথমে শুধুমাত্র সামাজিক যোগাযোগের মিডিয়া হিসাবে ব্যবহার হত। বতমানে   ব্যবহার অনেক গুণে বৃদ্ধি পেয়েছে । বর্তমানে ফেসবুক দ্বারা ব্যবসা-বাণিজ্যও হচ্ছে সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা। আজকাল ছোট বড় সকলেই ফেসবুক ব্যবহার করছে। সবকিছু বিবেচনা করে বলা যায় বর্তমান সমাজে ফেসবুক একটি অপরিহার্য যোগাযোগের মাধ্যম এবং ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মিডিয়া হিসাবে কাজ করছে। ফেসবুকের ব্যবহার বাড়ার সাথে সাথে ইউজারের নিরাপত্তা বিগ্নিত হওয়ার ঘটনাও  বেড়ে চলছে। আজকে আমার লেখাটি এবং উওরটি হচ্ছে ফেসবুকের সিকিউরিটি নিয়ে। আমাদের অনেকেই ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুকের সিকিউরিটি নিয়ে চিন্তা করি না।এতে করে আমাদের ফেসবুক আইডির গোপনীয় তথ্য(যেমনঃ পাসওয়ার্ড) অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমাদের সকলের উচিত নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা।

 
আসুন দেখি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ১০oooo% নিরাপত্তা নিশ্চিত করা যায়।
1) শক্তিশালী পাসওয়ার্ড সেট করাঃ
যেমনঃ j7ja2478$##md,h22##md##j4h##I  এমন ।
2) নিজের  মোবাইল নাম্বার সেট/ করাঃ
আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি সেট করুন।এমন নাম্বার দিন যে নাম্বার টি শুধু আপনি জানেন ! আর কেউ না।
3) লগিন অ্যালাট একটিভ করুন।
4) facebook login approval একটিভ করুন।
5) অপরিচিত কোন অ্যাপস/মেসেজ/ভিডিও এ ক্লিক করা থেকে বিরত থাকুন যাহা আপনার ফেসবুক নিউজ ফীড, ইনবক্স এবং টাইম লাইনে দেখা যাইতে পারে।
6) ফেসবুক প্রত্যেক বার ব্যবহারের পরে সাইন আউট/লগআউট  করে বের হবেন।
7) প্রোফাইলে সবার জন্য আলাদা আলাদা নামে প্রোফাইল করুন।
8)কখন কাউকে আপনার ব্যক্তিগত মেইল/জিমেইল দিবেন না ।
9)ফেসবুকের জন্য  ভিন্ন নামে জিমেইল/মেইল তৈরি করুন।
10) আর ফেসবুক যেই জিমেইল দিয়ে খোলা,
সেই জিমেইল টি 2স্টেপ ভেরিফিকেশন করে রাখুন।
11)অপরিচিত কেউ বা  কোন অচেনা মেসেজ আসলে পড়ার দরকার নেই বা ডিলিট করে দিন।
12)অপরিচিত বা ফ্রী নেট থেকে বিরত থাকুন।(এরা ফ্রী নেট এর কথা বলে আপনার মূল্যবান তথ্য হাতিয়ে নিতে পারে!!)
13)পাসওয়ার্ড যতটুকু সম্ভব বড় ব্যবহার করুন।যেমন 16 সংখ্যার বেশি এমন।(আপনি মনে রাখতে পারেন এমন বা খাতায় লিখে রাখতে পারেন আপনার গোপন পাসওয়ার্ড )

আশা করি আপনার উওর পেয়েছেন।

নোট:আপনার ফেসবুক আপনি চালান! !।কারনঃ বেশিরভাগ ই দেখা যায় বন্ধু -বান্ধব ই ফেসবুক হ্যাক করে থাকে।অনেক সংক্ষেপে লিখলাম।

সবাইকে ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
15 অক্টোবর 2019 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ab jabbar Level 1
0 টি উত্তর
1 উত্তর
1 উত্তর
2 টি উত্তর
29 অগাস্ট 2018 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abinashray Level 5
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...