নামাযের ওয়াজীব ১৪টি। যথা ঃ১। প্রতি রাকাতে সূরায়ে ফাতেহা পড়া। ২। সূরায়ে ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পাঠ করা। ৩। রুকু ও সেজদার ক্রম ঠিক রাখা। ৪। দু’সেজদার মাঝখানে বসা। ৫। নামাজের আরকান গুলো আদায় করা। ৬। রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো। ৭। তাশাহুদ পাঠ করা। ৮। তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা। ৯। বিত্রের নামাজে দোয়ায়ে কুনূত পড়া। ১০। নামাযের মধ্যে তিলাওয়াতে সেজদা আসলে সেজদা দেওয়া। ১১। সেজদার সময় উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা। ১২। কেরাত যথার্থ স্থানে উঁচু এবং নীচু স্বরে তেলাওয়াত করা। ১৩। দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা। ১৪। আস্সালামু আলাইকুম বলে নামাজ সমাপ্ত করা।