সালাম,
কামরস কী : কামরস সন্ধি বিচ্ছেদ এর ভাষায় বলতে গেলে ,হচ্ছে ( কম+সরেস রস = কামরস ) ! আমাদের শরীর উত্তেজিত বা পর্নো মুভি দেখলে বা কোন যৌন উত্তেজক চিন্তা করলে যে স্বচ্ছ পানির মত যে তরল আঠালো পদার্থ পুরুষাঙ্গ থেকে বের হয়, তাকে কামরস বলে।কামরসকে ইংরেজিতে বলা হয় (ডগ ওয়াটার )।
কামরসের সংজ্ঞা : গরম অঙ্গ-প্রত্যঙ্গ দেখিলে শরীর ও মন উত্তেজিত হলে লিঙ্গের মাথায় যে স্বচ্ছ ও আঠালো রস নির্গত হয় তাঁকে কামরস বলে। কামরস ও পুরুষের বীর্য প্রায় একই রকমের তরল পদার্থ। শুধু এই দুটির ভিতর উপাদানগত কিছু রাসায়নিক পার্থ্যক্য রয়েছে।সব পুরুষের সমানভাবে কামরস নির্গত হয় না।কারো কারো মোটেও হয়না আবার কারো কারো সর্বোচ্চ ৫ মি:লি এর মত নির্গত হয়।কামরস দেখতে পানির মতো স্বচ্ছ বা কাচের রং এর মতো আর বীর্য দেখতে অনেক টা ঘি এর রং।আশা করি আপনার উত্তর পেয়েছে ।
সবাইকে ধন্যবাদ।