ওযুর সুন্নাতঃ- (১) ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলা।
(২) নিয়ত করা।
(৩) মেসওয়াক করা।
(৪) কুলি করা।
(৫) গড়গড়া করা।
(৬) নাকের ছিদ্রে পানি দেওয়া।
(৭) প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা।
(৮) দু’কান একবার মাসেহ করা।
(৯) হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা।
(১০) দাঁড়ি খিলাল করা।
(১১) তারতীব অনুযায়ী ওযু করা।
(১২) এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
(১৩) সমস্ত মাথা মাসেহ করা।