একটি সংখ্যাকে দুইবার গুণ করা হলে গুণফলকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়।
যেমনঃ
৫*৫ = ২৫। ২৫ একটি পূর্ণ বর্গ সংখ্যার।
পূর্ণবর্গ সংখ্যা চেনার জন্য প্রথমে কোনো সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করুন। সংখ্যাটি যদি নিঃশেষে ভাগ যায় তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে।