এটি একটি অন্যতম বিতর্কিত প্রসঙ্গ। অনেকের মতে যে হাদিসে আছে তা শুধু মসজিদ বা কোনো ঘরের মত স্থানে পড়া যাবে আবার অনেকের মতে যে না তা যেকোনো স্থানেই পড়া যাবে। এ বিষয়ে বিভিন্ন বড় আলিমগণ নানান হাদিসের উল্লেখ করেছেন তাদের ব্লোগে।
তবে তাদের সকলের কথায় একটি সাদৃশ্য রয়েছে তা হলো যে যদি এমন অবস্থা হয় যে কোনো ভাবেই মসজিদে যাওয়া যাচ্ছে না তবে তখন একাগ্রত হয়ে জামায়াত এর সহিত যেকোনো পবিত্র স্থানে নামাজ পড়া যাবে। সেই অর্থে কোনো পরিষ্কার মাঠে পড়া যেতে পারে। কিন্তু ইচ্ছা করে মসজিদে না গিয়ে পড়লে তা হবেনা বলেই বেশিরভাগ আলিম উলামাদের মতামত। বাকি আল্লাহ তায়ালা ভালো জানেন।