মুলত গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন দু’টোর নামের মিল থাকলেও কাজের কোন মিল নেই। একটু বিম্তারিত লিখলে হয়তো আপনি সহজেই বুঝবেন- গ্রাফিক্স ডিজাইনঃ কোন আর্ট মনোনশীল মনের মাধুরি মিশিয়ে যে আর্ট বা নকশা তৈরি করা হয় তাকে গ্রাফিক্স ডিজাইন বলা যেতে পারে বা গ্রাফিক্স ডিজাইন হল কোন ছবিকে কিছু সফটওয়্যার এর মাধ্যমে আরো ফুটিয়ে তোলা। এছাড়াও লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত।
ওয়েব ডিজাইনঃ এটি হচ্ছে আমরা কোন ওয়েব সাইট ভিজিট করলে যে লেখা দেখার যে ডিজাইনটি দেখি সেটাই। যেমন- (
https://facebook.com) এবং (
https://www.nirbik.com) দুটো ওয়েব সাইটের ঠিকানা এবং ডিজাইনো আলাদা।