উত্তরঃ সি-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আগে শিখবেন । কোন প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ আগে শিখবেন, এই প্রশ্নটা ৫ জনকে জিজ্ঞাসা করলে, কমপক্ষে ১৫টি ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাবে । সকালে যদি বলে এইটা শিখ, রাতে বলবে ওইটা শিখ । আর গরম হালকা একটু বেশি লাগলে বলবে, অন্য আরেকটা শেখ । প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম বেসিক সি । তারপর আস্তে আস্তে লজিক ডেভেলপ করতে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে শিখানো হয় জাভা/সি+ । যেই প্রোগ্রামিং ভাষাই শিখেন না কেন সবসময় বোঝার চেষ্টা করবেন যে, একটি প্রোগ্রাম কীভাবে কাজ করছে? আর প্রোগ্রামিং ভাষা একটি ভালভাবে শিখলেই, বাকিগুলো শেখাও সহজ । ধন্যবাদ ।