নরওয়ে পৃথিবীর এমন এক দেশ,যেখানে মধ্য রাতে সূর্যের দেখা পাওয়া যায়।আবার দিনের পর দিন সূর্যের দেখাই মেলে না।নরওয়ে সুমেরু অর্থাৎ উত্তর মেরু বা উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে,অর্থাৎ এ সময়ে এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না।এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলি আলো বজায় থাকে সারা রাত।বিপরীতে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য ওঠেই না।আর তখন প্রায়ই উত্তরের আলো বা অরোরা বোরিয়ালিস দেখে যায়।তাই বিশ্বজুড়ে এ দেশের পরিচিতি “নিশীথ সূর্যের দেশ” হিসেবে।