সিজারে বাচ্চা হওয়া এখন একটি সাধারন নিত্যদিনের ঘটনা।জন্মদানের একটি গুরুত্বপূর্ন ধাপ হলো সিজার।সিজার করার নিয়ম হলো,
গর্ভবতী মহিলার পেটের ডান দিকের নিচের অংশ ভিতরের গর্ভথলি পর্যন্ত ফেড়ে ফেলা হয়।অতঃপর বাচ্চা বের করার পর পুনরায় সেলায় করে দেওয়া হয়।আশা করি বুঝতে পেরেছেন।